প্রশ্ন: সাজিদ সাহেব তার কাবিননামায় স্ত্রীকে তিন তালাকের অধিকার প্রদান করেন। পরবর্তিতে তিন তালাকের অধিকার বাদ দিয়ে এক তালাকে বায়নের অধিকার দিতে চান। জানার বিষয় হলো- এইভাবে তিন তালাকের অধিকার দেয়ার পর তা বাদ দেয়া বা উইথড্র করার কোন সুযোগ শরয়ীতে আছে কি না?
উত্তর: ইসলামী শরীয়াহ মতে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দেয়ার পর তা ফিরিয়ে নেয়া, কর্তন করা বা উইথড্র করার কোন সুযোগ নেই।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে সাজিদ সাহেব কর্তৃক কাবিননামায় স্ত্রীকে তিন তালাকের অধিকার দেয়ার পর তা প্রত্যাখ্যান করা বা উইথড্র করা শরয়ীতের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। স্ত্রীর জন্য কাবিননামায় উল্লিখিত তালাকের ক্ষমতা বলবৎ থাকবে। (হিন্দিয়া : ১/৪৪৫, আল-হীলাতুন নাজেযা পৃষ্টা- ২৬)