মাসায়েল24

স্বামীর অজান্তে কাবিননামায় কাজীকর্তৃক (তাফবীজ) অর্পিত তালাকের বিধান

প্রশ্ন:  বর্তমান যামানায় বাংলাদেশে স্ত্রীদেরকে সরকারের পক্ষ থেকেই তালাক প্রদানের ক্ষমতা দিয়ে দেয়। যদিও স্বামী কোনভাবেই তা দেয় না। জানার বিষয় হলো, স্বামী স্ত্রীকে তালাক প্রদানের অনুমতি না দেওয়া সত্ত্বেও স্ত্রী তালাক দিলে তালাক না হওয়ার কথা অথচ বাংলাদেশের আইন অনুযায়ী তালাক হয়ে যায়। তাই এমতাবস্থায় শরয়ী সমাধান কী?
উত্তর: শরয়ী দৃষ্টিতে তালাক প্রদানের একমাত্র অধিকার স্বামীর। স্বামী কাউকে তালাকের ক্ষমতা প্রদান করলে তবেই সে তালাক দিতে পারে, অন্যথায় নয়।
সুতরাং স্বামী মৌখিকভাবে বা বিয়ের কাবিননামায় লিখিতভাবে স্ত্রীকে তালাক প্রদানের অধিকার না দিলে, স্ত্রী কোনোক্রমেই তালাকের মালিক হবে না এবং নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে না। আমাদের দেশে বিয়ের সময় স্বামীর অনুমোদন ছাড়াই অনেক সময় কাজী সাহেব প্রচলিত শর্তসহ তালাকে তাফবীয তথা তালাকের ক্ষমতা অর্পনের কথা কাবিননামার ১৮ নং ধারায় লিখে দেয়। এর দ্বারা মূলত স্ত্রী তালাক গ্রহণের অধিকার প্রাপ্ত না হওয়ারই কথা, কিন্তু কাবিননামায় স্বামীর দস্তখতের মাধ্যমে বিচারিকভাবে তা স্বামীর পক্ষ হতে ধর্তব্য করেই স্ত্রীর ক্ষমতার মূল্যায়ন করা হয়। এরই ভিত্তিতে স্ত্রী তালাক গ্রহণ করলে শরীয়া অনুযায়ী ও বিচারিকভাবে তালাক পতিত হবে। তবে স্বামী কাজীর প্রতারণার বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে অনুমোদন বাতিল করতে সক্ষম হলে, কিংবা মিথ্যা প্রমাণিত করতে পারলে কোনোভাবেই তালাক কার্যকর হবে না।  (রদ্দুল মুহতার খন্ড-৪ পৃষ্ঠা ৪৪৩, তাতারখানিয়া খন্ড-৪ পৃষ্ঠা ৫৩১)

Loading

Facebook
X
WhatsApp
Telegram