প্রশ্ন : এক মহিলার সিজার করে পেট থেকে বাচ্চা বের করা হয়েছে। বাচ্চাটি ছিলো অপূনার্ঙ্গ ও মৃত। সিজারের দুদিন পর মহিলার রক্ত আসা আরম্ভ হয়। জানার বিষয় হলো, মহিলার উক্ত রক্তের হুকুম কি?
উত্তর : শরয়ী দৃষ্টিতে বাচ্চা যদি পূর্ণাঙ্গ তথা সকল অঙ্গ-প্রতঙ্গ সৃষ্টির পর ভূমিষ্ট হয়, তাহলে এরপর চল্লিশ দিনের ভিতরে যে রক্ত আসে তাকে নেফাস হিসাবে গণ্য করা হয়। আর যদি অঙ্গ-প্রতঙ্গ সৃষ্টি হওয়ার পূর্বেই ভুমিষ্ট হয় এবং পূর্বে কমপক্ষে পনের দিন পবিত্র থাকার পরে সর্বনিম্ন তিন বা ততোধিক দিন রক্ত আসে, তাহলে তাকে হায়েয হিসেবে গণ্য করা হয়। অন্যথায় এস্তেহাজা (অসুস্থতা) বলে গণ্য হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বাচ্চাটির যদি কোন অঙ্গ সৃষ্টি হয়ে থাকে, তাহলে উক্ত রক্তকে নেফাস গণ্য করা হবে। অন্যথায় বর্ণিত নীতিমালা অনুযায়ী হায়েয বা এস্তেহাজা হিসেবে গণ্য করতে হবে।
(হিন্দিয়া :১/৯১, কিতাবুল ফিকহ্ আলা মাযাহিবিল আরবায়া :১/১২৯, আল-ফিকহুল হানাফি :১/১৪৪)