প্রশ্ন:কম বয়সে কেউ মারা গেলে অনেকে বলে অমুক অকালে মৃত্যুবরণ করেছে। জানার বিষয় হলো তাদের কথাটা ইসলামী আকীদার পরিপন্থী নয় কি?
উত্তর:শরয়ী দৃষ্টিতে প্রতিটি প্রাণীর জীবন-মরণ পূর্ব নির্ধারিত। এক মুহূর্তও আগ-পিছ হয় না। প্রত্যেকেই তার হায়াত শেষে মৃত্যুবরণ করে। বিধায় কেউ যদি পূর্ব নির্ধারিত সময়ের পূর্বে মারা গেছে বোঝানোর জন্য অকাল মৃত্যুবরণ করেছে বলে থাকে, তাহলে তা অবশ্যই ইসলামী আকীদা পরিপন্থী। আর যদি অকালমৃত্যু তথা পরিণত বয়সের পূর্বে অর্থাৎ বার্ধক্যের পূর্বে মৃত্যুবরণ করেছে বোঝানোর জন্য বলে থাকে, তাহলে তা ইসলামী আকীদা পরিপন্থী হবে না, তবে এক্ষেত্রে আকস্মিক মৃত্যু বরণ করেছে বলাটাই প্রশ্নমুক্ত। (কুরতবী সূরা ইউনুস ৪৯,আ’রাফ ৩৬,)