প্রশ্ন: এক স্কুল মাঠে ঈদের নামায পড়া হয়। মালিক তা ঈদের নামাজের জন্যই ওয়াকফ করে ছিলেন। পরবর্তিতে সেখানে স্কুল হয়। এখন ঐ মাঠে প্রায়ই অনেক অবৈধ অনুষ্ঠান হয়। এখন জানার বিষয় হলো উক্ত ওয়াক্বফকৃত মাঠে ঈদের নামায পড়লে শরিয়তের দৃষ্টিতে কোন সমস্যা আছে কিনা? আর মাঠ কমিটির জন্য করনীয় কী?
উত্তর: শরয়ী দৃষ্টিতে মসজিদের মত ঈদগাহেরও সম্মান বজায় রাখা আবশ্যক। তাতে খেল-তামাশা, অবৈধ অনুষ্ঠান করা জায়েয নাই। তবে তাতে নামাজ আদায়ে কোন সমস্যা হবে না।
সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে ঈদের নামাজের জন্য ওয়াকফকৃত মাঠে সব ধরণের অবৈধ অনুষ্ঠান সম্পূর্ন হারাম। মাঠ কমিটির জন্য উক্ত মাঠকে এ ধরনের অবৈধ কর্মকান্ড থেকে মুক্ত রাখা ওয়াজিব। তবে এমতাবস্থায়ও ঈদের নামায চালু রাখতে হবে এবং আদায়কৃত নামাজের কোন সমস্যা হবে না।
উল্লেখ্য, ঈদগাহের জন্য ওয়াকফ্কৃত জায়গায় স্কুল নির্মাণ শরীয়াহ আইনে সম্পূর্ণ অবৈধ।
(কাযীখান : ৩/২০৩, শামী : ৪/৩৫৬, হক্কানিয়া : ৫/১৫০)
137 total views , 1 views today