প্রশ্ন : জনাব আব্দুর রহিম সাহেব অনেক জায়গা-জমিনের মালিক। কিন্তু তার হাতে নগদ টাকা নেই যা দ্বারা সে কোরবানি করতে পারে। এ অবস্থায় কি তার উপর কোরবানি করা ওয়াজিব হবে?
উত্তর: শরয়ী দৃষ্টিকোণে পরিবার-পরিজনের জীবিকা নির্বাহের জন্য যে পরিমান জমির প্রয়োজন হয় তা ব্যতীত অতিরিক্ত জমির মূল্য যদি নেসাবসম হয়, তাহলে কোরবানি ওয়াজিব হবে, অন্যথায় নয়। কোরবানির শেষ দিন পর্যন্ত কোরবানি আদায়ের চেষ্টা করবে কোনভাবে করতে না পারলে পরবর্তীতে কাযা আদায় করে নেওয়াই সতর্কতা।
সুতরাং প্রশ্নোক্ত সূরতে আব্দুর রহিম সাহেবের যদি প্রয়োজন অতিরিক্ত জমি থাকে যার মূল্য নেসাবসম হয়, তাহলে তার হাতে নগদ টাকা না থাকলেও জমি বিক্রি করে কোরবানি করা আবশ্যক। তাও সম্ভব না হলে, পরবর্তী বছর তার কাযা আদায় করবে। (আহসানুল ফতোয়া : ৭/৫০৬)