মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:০৭

রমযানের শেষ দশকের ইতেকাফ শুরু করার পর ভেঙ্গে গেলে কাযা করার বিধান

প্রশ্ন: জনাব, কোন ব্যক্তি রমযানের শেষ দশ দিন ইতেকাফে বসে। ২৬ শে রমযান জরুরতের কারণে বের হয়েছে। এখন কাযা করার নিয়ম কি? এবং কয়দিনের কাযা করবে একদিনের? না কি ৫ দিনের? দলিলসহ জানিয়ে বাধিত কররেন।

উত্তর: কোনো দিন-তারিখ নির্ধারণ করে ইতেকাফে বসলে এর প্রত্যেকটি দিনই আলাদা একটি ইতেকাফ। তাই যে দিনের ই’তেকাফ ভেঙ্গে যায় শুধু সে দিনের ই’তেকাফ রোযাসহ কাজা করতে হয়। কারণ নফল ইবাদাত শুরু করার দ্বারা ওয়াজিব হয়ে যায়।
বিধায়, প্রশ্নে বর্ণিত ক্ষেত্রে কোনো ব্যক্তি রমযানের শেষ দশদিন ইতিকাফে বসে শুধু ২৬ শে রমযান কোনো শরয়ী ওযরের কারণে মসজিদ থেকে বের হয়, তাহলে তার উপর শুধু ২৬ তারিখের ই’তেকাফেরই কাযা করা ওয়াজিব। অর্থাৎ সে শুধু একদিন রোযা অবস্থায় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত উক্ত দিনের কাযা ই’তেকাফ পালনার্থে মসজিদ অবস্থান করবে।

সূত্র: ফাতাওয়া হিন্দিয়া (খন্ড: ১, পৃষ্ঠ: ২৭৭, দারুল ফিকর), বাদায়েউস সানায়ে (খন্ড: ৩, পৃষ্ঠা: ৫, দারুল হাদিস), ফাতাওয়া তাতারখানিয়া (খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৪৭, যাকারিয়া)

الفتاوى الهندية: 1/277، وَإِذَا فَسَدَ الِاعْتِكَافُ الْوَاجِبُ وَجَبَ قَضَاؤُهُ فَإِنْ كَانَ اعْتِكَافَ شَهْرٍ بِعَيْنِهِ إذَا أَفْطَرَ يَوْمًا يَقْضِي ذَلِكَ الْيَوْمَ.

Loading

Facebook
X
WhatsApp
Telegram