মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:০০

রোযা রেখে সৌদি আরব গিয়ে ঈদের দিন পেলে কী করবে?

প্রশ্ন: জনাব খালেদ রমজানের ৩০ তারিখে রোযা রেখে সৌদি আরব যান। ঘটনাক্রমে সেদিন সৌদি শাওয়াল মাসের ১ তারিখ তথা ঈদের দিন। আমার জানার বিষয় হলো, এ অবস্থায় খালেদের জন্য করণীয় কি? সে কি সৌদিয়ানদের সাথে রোযা ভেঙ্গে ঈদ করবে?

উত্তর: হাদীস শরীফে রমযানের চাঁদ দেখে রোযা রাখা এবং শাওয়ালের চাঁদ দেখে ঈদ পালনের হুকুম আরোপিত হয়। আর রোযা ও ঈদ পালনের ক্ষেত্রে ব্যক্তি যেই জায়গায় অবস্থান করে তা ধর্তব্য হয়।
সুতরাং সৌদিতে যেহেতু শাওয়াল মাস উপস্থিত, তাই খালেদ সাহেব সৌদিতে সৌদিয়ানদের সাথে ঈদ উদযাপন করবে। পরবর্তীতে ৩০ তারিখের রোযা কাজা করে নিবে।

সূত্র: বুখারী (হাদিস নং: ১৯০৯), রদ্দুল মুহতার (খন্ড: ৩, পৃষ্ঠা: ৪৫৯, আযহার)

صحيح البخاري: 1909

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ

[2] رد المحتار: 3/459، قال في الفيض: ومن كان على مكان مرتفع كمنارة إسكندرية لا يفطر ما لم تغرب الشمس عنده ولأهل البلدة الفطر إن غربت عندهم قبله

Loading

Facebook
X
WhatsApp
Telegram