প্রশ্ন: যে ব্যক্তি যৌবন কন্ট্রোল করতে পারছে না এবং তার বিয়ে করারও সামর্থ্য নেই। ফলে যিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। এমতাবস্থায় রাবার পুতুল দিয়ে বা ভিন্ন পদ্ধতিতে জৈবিক চাহিদা পূরণ করা যাবে কি না? এবং সে রোজা রাখতেও সক্ষম নয়।
উত্তর: ইসলামী শরীয়তে নিজের স্ত্রী ও দাসী ব্যতীত অন্য কোন পন্থায় জৈবিক চাহিদা পূরণের কোন সুযোগ নেই। যদি যিনায় লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা হয় এবং পর্যাপ্ত সুযোগও থাকে, তাহলে রোজা বা অস্থায়ী চিকিৎসা অথবা অন্য কোন বৈধ পন্থায় জৈবিক চাহিদা দমন করা যেতে পারে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাবার পুতুল বা অন্য কিছু দ্বারা যৌবিক চাহিদা পূরণ করা সম্পূর্ণ হারাম। তবে যদি যিনায় লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা হয় এবং অন্য কোন বৈধ পন্থাও না থাকে, রোজা রাখতে অক্ষম হয়, তাহলে এক্ষেত্রে যিনা থেকে বাঁচার উদ্দেশ্যে এরূপ করলে আশা করা যায় এ কারণে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে না।
সূত্র: রদ্দুল মুহতার (৩/৩৭, আযহার), আল-মাওসুআতুল ফিকহিয়া (৪/৯৮, কুয়েত) তাবয়িনুল হাকায়েক (৬/৭, যাকারিয়া), আল-বাহরুর রায়েক (৫/৩২১, যাকারিয়া)
سورة المؤمنؤن (الأية: 4): والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير معلومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون.