প্রশ্ন: মুহতারাম! এক ব্যক্তির নিকট এক লক্ষ টাকা আছে, যা ‘মুদারাবা’ এর চুক্তিতে ব্যবসায় দেয়া আছে। ঐ ব্যক্তির পরিবারের নিত্য-প্রয়োজনীয় সবকিছু উক্ত টাকার লভ্যাংশের উপর নির্ভর করে। জানার বিষয় হলো, উক্ত এক লক্ষ টাকা ঐ ব্যক্তির حوائج أصلية এর অন্তর্ভুক্ত হবে কিনা? এবং এর উপর যাকাত আসবে কি-না?
উত্তর: যে ব্যক্তি নিত্য-প্রয়োজনীয় ও ঋণ বহির্ভূত সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রুপা অথবা তার সম-পরিমাণ নগদ অর্থের মালিক, তার উপর বছর অতিক্রান্তে পূর্ণ সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ তথা শতকরা ২.৫% যাকাত আদায় করা ফরজ। আর ব্যবসায় খাটানো অর্থও যাকাতের নেসাবের অর্ন্তভুক্ত, তাই প্রশ্নে বর্ণিত ব্যক্তি এক লক্ষ টাকা নিত্য প্রয়োজনীয় বস্তুর অন্তর্ভূক্ত না হওয়ায় তার উপর বছর অতিক্রান্তে ২৫০০ টাকা যাকাত হিসেবে আদায় করা ওয়াজিব এবং বছর শেষে অতিরিক্ত থাকলে তা মূল টাকার সাথে মিলিয়ে যাকাত আদায় করতে হবে।
সূত্র: বাদায়ে সানায়ে (২/৪১৪ দারুল হাদিস), হিন্দিয়া (১/৭৩ যাকারিয়া), বাহরুর রায়েক (২/৩৯৮ যাকারিয়া)