প্রশ্ন : আমরা দুই বন্ধু মিলে একটি ব্যবসা শুরু করি এবং নিন্মোক্ত বিষয়ের উপর আমরা ওয়াদাবদ্ধ হই।
১। শ্রম সম্পূর্ণ আমার যিম্মায় আর অর্থ সম্পূর্ণ আমার বন্ধুর যিম্মায়।
২। লভ্যাংশের ৬০% সে নিবে আর বাকি ৪০% আমি নিবো।
৩। ব্যবসায় যদি লোকসান হয় তাহলে ৬০% ক্ষতি আমার উপর বর্তাবে আর বাকী গুলো তার উপর বর্তাবে।
জানার বিষয় হলো, এভাবে চুক্তি শরীয়ত সম্মত কি না? এবং উভয় শর্তই কি শরীয়ত পরিপন্থি না যে কোনো একটি শরীয়ত পরিপন্থি যদি একটি শরীয়ত পরিপন্থি হয় তা হলে কি সম্পূর্ণ চুক্তিই বাতিল বলে গণ্য হবে? বিস্তারিত জানাবেন।
উত্তর : শরয়ী দৃষ্টিকোণে মুদারাবা ব্যবসায় লাভ-লোকসান উভয়ের উপর বর্তানোর শর্তে মুদারাবা চুক্তি করলে, লোকসানের শর্ত বাতিল গণ্য হয়, তবে মুদারাবা সহীহ হয়ে যায়। কেননা উক্ত শর্ত মূল চুক্তিতে কোন বিচ্যুতি সৃষ্টি করে না; বরং তা অতিরিক্ত শর্ত।
সুতরাং প্রশ্নে বর্ণিত প্রথম চুক্তি তথা লভ্যাংশের চুক্তি শরীয়ত সম্মত, আর দ্বিতীয় চুক্তি তথা লোকসানের চুক্তি শরীয়ত সম্মত না হলেও মুদারাবা সহীহ হয়ে যাবে এবং উক্ত লোকসান কর্তনের চুক্তি বাতিল গণ্য হবে। অর্থাৎ পুরো লোকসান অর্থলগ্নীকারীর মাল থেকে কর্তিত হবে। শ্রম দাতাকে কোন লোকসান গুণতে হবে না। (হিন্দিয়া : ৪/২৯৬, কিতাবুল ইখতিয়ার : ৩/২৩)