মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:২৩
সাম্প্রতিক

মাছ শিকারের টিকিট বিক্রির বিধান কী?

প্রশ্ন :আমাদের এলাকায় একটি বড় পুকুর আছে, কিছুদিন পূর্বে সেখানে মাছ শিকারের জন্য টিকিট বিক্রি এবং আসনের ধরণ অনুযায়ী মূল্যের কমবেশী হওয়ার শর্ত করা হয়। জানার বিষয় হলো- এ ধরণের বেচা-কেনার শরয়ী হুকুম কি?

উত্তর : শরয়ী দৃষ্টিতে ক্রয়-বিক্রয় সহীহ হওয়ার জন্য পণ্যের পরিমাণ জানা ও ততক্ষণাৎ হস্তগত করতে সক্ষম হওয়া আবশ্যক। অন্যথায় ক্রয়-বিক্রয় সহীহ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে পানিতে থাকা মাছ টিকিটের মাধ্যমে বিক্রি করার ক্ষেত্রে যেহেতু পরিমাণ জানা ও না ধরে হস্তগত করা, কোনটাই সম্ভব না। তাই এ ধরণের ক্রয়-বিক্রয় ধোকার অন্তর্ভুক্ত হওয়ায় জায়েয হবে না। এ ধরণের লেনদেন থেকে বেচে থাকা আবশ্যক। (হেদায়া : ৫/৯৫, জাদিদ ফেকহী মাসায়েল : ৪/৩০২)

Loading

Facebook
X
WhatsApp
Telegram