মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
সাম্প্রতিক

প্রাণীর শুক্রানু ক্রয়-বিক্রয়ের বিধান

প্রশ্ন : আজকাল জন্তু-জানোয়ারের মধ্যে উন্নত জাত সৃষ্টি করার জন্য কৃত্রিম উপায়ে তাদের বংশবিস্তার করা হয়। জানার বিষয় হল প্রাণীর শুক্রানু ক্রয়-বিক্রয়ের বিধান কী? এবং তার পরিণতিতে সৃষ্টি হওয়া জন্তু থেকে উৎপাদিত দুধ ও গোশত হালাল কী না?

উত্তর : শরীয়ামতে মানব বংশের যথাযথ হেফাজতের স্বার্থে মানব শুক্রানুর ক্রয়-বিক্রয় অকাট্য হারাম হলেও পশু সে পর্যায়ের নয়। বিধায়, ব্যাপক প্রচলন ও প্রয়োজনের ভিত্তিতে পশুর শুক্রানুর ক্রয়-বিক্রয় বৈধ।
সুতরাং গ্রহনযোগ্য মত অনুযায়ী, পশুর শুক্রানু রক্ষণশীল ও মূল্যমান বস্তু হওয়ায় সামাজিক প্রচলন ও জরুরতের ভিত্তিতে তার ক্রয়-বিক্রয় বৈধ। তাই হালাল প্রাণী হতে সৃষ্ট পশুর গোশত ও দুধ খাওয়াও সম্পূর্ণ হালাল। (শামী : ৭/৮, ফিকহুল মুয়ামালাত : ১/২৬৫)

Loading

Facebook
X
WhatsApp
Telegram