মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:৩৪
সাম্প্রতিক

ডিলার বা সেলসম্যান কর্তৃক পণ্যের সাথে দেয়া ফ্রি বস্তু রেখে দেয়া

প্রশ্ন : আমার এক আত্মীয় কিউট কোম্পানীর একজন ডিলার। অনেক সময় কোম্পানীর পক্ষ থেকে পণ্যের সাথে অনেক কিছু ফ্রি দেয়া হয়। কখনো কখনো তারা পণ্যের সাথে ফ্রি জিনিসগুলো দোকানদারকে না দিয়ে নিজেরাই নিয়ে নেয়। জানার বিষয় হলো, তাদের জন্য এমনটি করা বৈধ আছে কি না?
উত্তর : শরয়ী দৃষ্টিকোণে যদি ডিলারগণ কোম্পানী হতে সম্পূর্ণরূপে পণ্য ক্রয় করতঃ মার্কেটে সাপ্লাই দিয়ে থাকে, তাহলে পণ্যে বা তার সাথে দেওয়া ফ্রি বস্তুতে সর্বপ্রকার হস্তক্ষেপের অধিকার অর্জিত হয়। আর ডিলার যদি কোম্পানীর পক্ষ হতে উকিল স্বরূপ শুধুমাত্র মার্কেটে পণ্য সাপ্লাই দিয়ে থাকে, তাহলে তার জন্য কোম্পানীর আরোপিত নিয়ম পদ্ধতি ব্যতিরেকে কোন প্রকার হস্তক্ষেপ বৈধ হবে না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যদি কিউট কোম্পানীর ডিলারগণ তাদের থেকে সম্পূর্ণরূপে পণ্য ক্রয় করতঃ মার্কেটে সাপ্লাই দিয়ে থাকে, তাহলে তাদের জন্য পণ্যের সাথে দেওয়া ফ্রি বস্তুগুলো দোকান্দারদের না দিয়ে নিজেরা রেখে দিলেও কোন অসুবিধা নেই। আর যদি কোম্পানীর পক্ষ থেকে উকিল হিসাবে কাজ করে থাকে, তাহলে ফ্রি বস্তুগুলো নিজে রেখে দেয়া বৈধ হবে না। হেদায়া :৫/১৬৭, দুররে মুখতার : ৮/৫৩৮, বাহার : ৭,২৩৭, হক্কানিয়া : ৬/৩৬৫)

Loading

Facebook
X
WhatsApp
Telegram