মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:৫৯
সাম্প্রতিক

তামাক, জর্দা ও সিগারেট বিক্রির বিধান

প্রশ্ন : মুদি দোকানগুলোতে অন্যসব পণ্যের সাথে সিগারেট, জর্দা এবং তামাক জাতীয় বস্তুগুলো বিক্রি করে থাকে। জানার বিষয় হলো, জর্দা, সিগারেট বা তামাক জাতীয় বস্তুগুলো বিক্রি করা বৈধ কি না?

উত্তর : ইসলামী শরীয়াহ মতে যে সমস্ত জিনিসের সেবন শরীরের জন্য ক্ষতিকর তার ক্রয়-বিক্রয় মাকরুহ। আর বৈধতা অবৈধতার দৃষ্টিকোণ থেকে পণ্য ব্যবহারের হুকুম অনুসারে তা বিক্রি করার হুকুম প্রযোজ্য হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে সিগারেট, জর্দা ও তামাক ইত্যাদি বস্তুগুলো যেহেতু শরীরের জন্য ক্ষতিকর, তাই এগুলোর সেবন ও মুদি দোকান গুলোতে অন্যসব পণ্যের সাথে ক্রয়-বিক্রয় করা মাকরুহ হবে। (রদ্দুল মুহতার : ৩/২০৮, মাহমুয়িা : ১৮/৩৮০)

Loading

Facebook
X
WhatsApp
Telegram