প্রশ্ন: জনৈক ব্যক্তি মান্নত করল যে, যদি আমার অমুক কাজ হয়ে যায়, তাহলে ঘরের পালিত ছাগলটি জবেহ তরে তার গোশত ফকিরদেরকে দিয়ে দিব। অতঃপর যখন ঐ কাজটি হয়ে গেল, তখন উক্ত ব্যক্তি তার মূল্য ফকিরদেরকে দিয়ে দিলো। জানার বিষয় হলো, এর দ্বারা কি তার মান্নত আদায় হয়ে যাবে? না কি ছাগল জবাই করে ফকিরদেরকে দিয়ে দিতে হবে? জনৈক আলেমকে এ ব্যাপারে জানালে তিনি বলেন ছাগল জবেহ করতে হবে। মূল্য আদায় করার দ্বারা মান্নত আদায় হবে না। সঠিক সমাধান জানতে চাই ।
উত্তর: শরীয়ামতে নির্দিষ্ট প্রাণীর মান্নত করলে তা ঐ প্রাণীর সাথেই নির্দিষ্ট হয়ে যায়। সে ক্ষেত্রে তার মূল্য সদকা করলে মান্নত আদায় হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে নির্দিষ্টভাবে ঘরের পালিত ছাগলটির মান্নত করায় সেটিই জবাই করতে হবে, বা জীবিত সদকা করে দিবে। মূল্য আদায় করার দ্বারা মান্নত আদায় হবে না । আর এ ক্ষেত্রে উক্ত আলেম সঠিক সমাধান দিয়েছেন। (হেদায়া ৪/১৫, তাতারখানিয়া ১৭/৪১১)