প্রশ্ন: রফিক সাহেবের অনেক দিনযাবত ছেলে সন্তান না হওয়ায় এই বলে মান্নত করল যে, আগামীতে যদি একটি ছেলে সন্তান হয়, তাহলে বাবা দেওয়ানবাগীর দরবারে একটি গরু দিব। জানার বিষয় হল, মাজার বা কোন পীর সাহেবের নামে মান্নত করা জায়েজ আছে কি-না? কেউ মান্নত করলে উক্ত মান্নত পালন করা আবশ্যক হবে কি-না?
উত্তর: শরীয়া মতে কোন মৌলিক গুনাহের উপর মান্নত করা ও তা পূরণ করা উভয়টি হারাম। এবং না করার কারণে কসম ভঙ্গের কাফফারাও দিতে হবে না।
সুতরাং প্রশ্নে জিজ্ঞাসিত পীর-মাজার ইত্যাদির উদ্দেশ্যে মান্নত করার বিষয়টি যদি “আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করার পর্যায়ে পৌঁছে যায়” অর্থাৎ বিশেষভাবে ঐ ব্যক্তি বা বস্তুর নামে উক্ত মান্নতটি হয়ে থাকে, তাহলে তা নাজায়েয ও হারাম হবে। তাই তা ভঙ্গ করে কাফফারা দিতে হবে না। হ্যাঁ যদি কোন আল্লাহওয়ালা পীরের দরবারে এই নিয়তে দেয়ার মান্নত করে যে, আগন্তুকদের তা দ্বারা মেহমানদারী করানো হবে, তাহলে এক্ষেত্রে তা হারাম বা নাজায়েয হবে না। এবং মান্নত পূরণও করতে পারবে। দেওয়ানবাগীসহ অন্যান্য ভন্ড পীরের দরবারে এই ধরনের মান্নত করা আদৌ বৈধ হবে না। (বজলুল মাজহুদ:১০/৫৮০, রদ্দুল মুহতার:৩/৪৯১)