প্রশ্ন: তোফায়েল নামের ৯ বছর বয়সী এক ছোট ছেলে নাবালেগ হলেও খুব বুদ্ধিমান সবকিছু বুঝে। সে একবার বাড়িতে বাবা মায়ের সাথে রাগ করে কসম করে বলল “আমি আর কোনদিন এই বাড়ির ভাত খাব না”। কিন্তু কিছুক্ষণ পরেই তার রাগ ঠান্ডা হয়ে যায় এবং যথারীতি খাওয়া শুরু করে। জানার বিষয় হলো: উক্ত ছেলের কসমের গ্রহণযোগ্যতা কতটুকু ? জানিয়ে বাধিত করবেন।
উত্তর: শরীয়াহ মতে কসম/শপথ সহীহ হওয়ার জন্য কসমকারী আকেল বালেগ এবং শরীয়তের মুকাল্লাফ হওয়া শর্ত, অন্যথায় কসম সংঘঠিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ছেলে ছোট নাবালেগ এবং শরীয়তের মুকাল্লাফ না হওয়ায় তার কসম ধর্তব্য হবে না। (বাহারুর রায়েক:৪/৪৬৫, ফাতওয়া হিন্দিয়া:২/৫৬)