প্রশ্ন: জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়া হলে রাগ করে শপথ করে বলল যে, “আমি আর তোর পাকানো বস্তু আহার করব না” স্বামীর ঘরে ছিল এক খাদেমা। খাদেমা পাক করার সময় তার স্ত্রী যোগান দেয় ও কিভাবে পাক করবে সে পরামর্শ দেয় আর খাদেমাও সেভাবে পাক করলো। অতঃপর স্বামী উক্ত খাবার আহার করলো। জানার বিষয় হলো: উক্ত সুরতে কি স্বামী শপথ ভঙ্গকারী হিসেবে গণ্য হবে? হলে এর থেকে বাঁচার উপায় কি ?
উত্তর: ইসলামী শরীয়া মতে কোন কাজ কারো পক্ষ থেকে সংঘটিত হওয়ার জন্য তাতে তার সরাসরি অংশ নেয়া বা করা আবশ্যক। অন্য কাউকে আদেশ বা পরামর্শের দ্বারা পরামর্শদাতা অভিযুক্ত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তির স্ত্রী যেহেতু নিজে পাক করে নাই; বরং খাদেমা পাক করেছে, আর সে শুধু দেখিয়ে দেয় বা মূল রান্নার কাজ ব্যতীত আনুষাঙ্গিক বিভিন্ন কাজে সহায়তা করে। তাই তার খাদেমার পাকানো বস্তু খাওয়ায় তার কসম ভঙ্গ হয় নাই। বিধায় তার উপর কোন কিছুই ওয়াজিব হবে না। (হেদায়া:৪/৩, কাযীখান:২/৩৪)