প্রশ্ন: বশির সাহেব তার স্ত্রীর সাথে ঝগড়ার সময় বলেন “তুই এখুনি তোর বাপের বাড়ী চলে যা, তোর মত মেয়ের আমার প্রয়োজন নেই। আমি আরেকটা বিয়ে করবো” উক্ত কথাটি তিনি পুরো ঝগড়াতে বহুবার বলেছেন। জানার বিষয় হলো এমন কথার দ্বারা কি তার স্ত্রীর উপর তালাক পতিত হয়েছে? যদি হয় তাহলে কয় তালাক হবে?
উত্তর: শরয়ী দৃষ্টিতে যে সমস্ত শব্দ তালাকের পাশাপাশি ভিন্ন অর্থের সম্ভাবনা রাখে এমন শব্দ দ্বারা তালাক হওয়ার জন্য নিয়ত করা শর্ত। আর যে সমস্ত শব্দ সুস্পষ্ট বা সম্ভাব্য তালাকের অর্থ বহন করেনা এমন শব্দ তালাকের নিয়তে বললেও তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে “তুই এখুনি তোর বাপের বাড়ি চলে যা” বলার দ্বারা সংখ্যা বিহিন তালাকের নিয়ত করলে এক তালাকে বায়েন পতিত হবে। আর তিন তালাকের নিয়ত করে থাকলে তিন তালাক পতিত হবে। একাধিক বার বললেও একই হুকুম। আর অবশিষ্ট কথাগুলো তালাকের নিয়তে বললেও তা ধর্তব্য হবে না। (মাজমাউল আনহুর : ২/৩৭, বাহার : ৩/২৫৮, উসমানী : ২/৩৬৭)