মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:৩০
সাম্প্রতিক

আমদানীকৃত পণ্য হাতে আসার পূর্বেই অগ্রীম মূল্য নিয়ে বিক্রি করা বৈধ কি-না?

 

প্রশ্ন : এক ব্যবসায়ী জাপান থেকে গাড়ির পার্টস আমদানী করে এ দেশে বিভিন্ন দোকানে বিক্রি করে থাকে। তাই সে দোকানদারদের কাছে পার্টসের গুণাগুণ বর্ণনা করে তাদের থেকে অগ্রীম টাকা নিয়ে নেয়। জানার বিষয় হলো জাপান থেকে পার্টস আসার পূর্বে পার্টসের গুণাগুণ বর্ণনা করে দোকানীদের সাথে চুক্তি করে অগ্রীম টাকা নিয়ে নেয়া বৈধ হবে কি?

উত্তর : শরীয়ামতে বিক্রেতার মালিকানাধীন নয়, এমন বস্তুর ক্রয়-বিক্রয় অবৈধ। তবে পণ্য হস্তগত হওয়ার পূর্বে ক্রয়-বিক্রয়ের ওয়াদা করা বৈধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে জাপান থেকে পার্টস আসার পূর্বে পার্টসের গুনাগুণ বর্ণনা করতঃ দোকানীদের সাথে চুক্তি করে অগ্রীম টাকা নিয়ে নেওয়া বৈধ এবং তা শুধু ওয়াদা হিসাবে গণ্য হবে। বিধায় বর্ণিত গুনাগুণ অনুযায়ী না হলে ক্রেতার জন্য “দেখে পছন্দ না হলে ফেরত” এর অবকাশ থাকবে। যদি পণ্য বিক্রেতার বর্ণিত গুণাগুণ মোতাবেক হয়, তাহলে তা ক্রয় করা আবশ্যক। অন্যথায় সে ওয়াদা ভঙ্গকারী হিসাবে গণ্য হবে। (শরহুল মাজাল্লাহ : মাদ্দাহ নং : ১৭৫, ফেকহুল বুয়ূ : ১/৬৯, তাকমিলা : ১/২০৭)

Loading

Facebook
X
WhatsApp
Telegram