প্রশ্ন : রাশেদ সাহেব তার স্ত্রীকে স্পষ্ট ভাবে তিন তালাক দেয়ার পর এক সঙ্গে ঘর সংসার করে খায় এবং উক্ত ঘটনা এলাকাবাসী সবাই জানেন তারপরও কেউ কোন কিছু বলে না। আমার জানার বিষয় হলো, এভাবে এক সঙ্গে থাকার দ্বারা তাদের যেনার গোণাহ হবে কি না? এবং তাদের উপর হদ জারি হবে কি না? বিস্তারিত জানতে চাই।
উত্তর: শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে ¯পষ্ট ভাবে তিন তালাক বা বায়েন তালাক দেয়ার পর তার সাথে ঘর সংসার ও সহবাস করা যিনার অন্তর্ভুক্ত। জেনে শুনে এমন কাজে লিপ্ত হলে হদ আবশ্যক হয়ে পড়ে। তবে স্ত্রীর ইদ্দত থাকা কালিন হালাল মনে করে এমনটি করলে হদ ওয়াজিব না হলেও যিনার গুনাহ হবে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে রাশেদ মিয়া যদি স্ত্রীর ইদ্দত শেষ হওয়ার পর কিংবা ইদ্দতের মধ্যে উভয় হারাম জেনেও ঘর সংসার ও সহবাস কওে, তাহলে তা যিনার অন্তর্ভুক্ত হওয়ায় তারা হদের উপযুক্ত বলে বিবেচিত হবে। এবং স্বীকারোক্তি বা শরয়ী সাক্ষীর মাধ্যমে তা সাব্যস্ত হলে ইসলামী হুকুমত তাদের উপর হদ জারী করবে। আর যদি হারাম হওয়ার বিষয়টি না জেনে ইদ্দতের মধ্যে এমনটি কওে, তাহলে এতে তাদের অজ্ঞতার দরুন যিনা হওয়ার ব্যপারে সামান্য সংশয় সৃষ্টি হওয়ায় তাদের উপর হদ ওয়াজিব না হলেও যিনার গুনাহ হবে। এবং এর কারণে তারা তা’যীর এর উপযুক্ত বলে বিবেচিত হবে। সর্র্বাবস্থায় এ ক্ষেত্রে এলাকাবাসীর করনীয় হলো বুঝিয়ে শুনিয়ে বা শক্তি প্রয়োগ করে তাদেরকে পৃথক করে দেওয়া। একান্ত তা সম্ভব না হলে পুরা এলাকাবাসী তাদের সাথে তাওবার পূর্ব পর্যন্ত সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। (তুহফাতুল ফুকাহা : ৪৫৬, হিন্দিয়া : ২/১৬০)