মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:০৫

“আজ থেকে তোমার চিন্তা তুমি কর, তোমার ব্যাপরে আমি আর কিছুই জানি না” বললে কি তালাক হবে?

প্রশ্ন : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলল আজ থেকে তোমার চিন্তা তুমি কর তোমর ব্যাপারে আমি আর কিছুই জানি না, জানার বিষয় হলো এই কথার দ্বারা তার স্ত্রীর উপর তালাক পতিত হবে কি না?
উত্তর : শরয়ী দৃষ্টিতে যে সমস্ত শব্দ তালাক হওয়া এবং না হওয়া উভয়টির সম্ভাবনা রাখে তাকে কেনায়া শব্দ বলে। আর কেনায়া শব্দ তালাকের নিয়তে বললে তালাকে বায়েন পতিত হয়, অন্যথায় নয়। পাশাপাশি যে সকল শব্দ তালাকের অর্থ বহন করে না সেগুলি দ্বারা তালাকের নিয়ত করলেও কোনো তালাক পতিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে উক্ত ব্যক্তির বক্তব্য “ আজ থেকে তোমার চিন্তা তুমি কর” তালাক হওযা ও না হওয়া উভয়টির সম্ভাবনা রাখার কেনায়া শব্দের অন্তর্ভূক্ত বিধায় তা তালাকের নিয়তে বলে থাকলে এ দ্বারা তালাকে বায়েন পতিত হয়ে যাবে। আর “তোমার ব্যাপারে আমি আর কিছুই জানিনা” কথাটি যেহেতু তালাকের অর্থ বহন করে না বিধায় এ দ্বারা কোনো তালাক পতিত হবে না।  :(রাদ্দুল মুহতার: ৪/৫১৪, হিন্দিয়া: ১/৪৪২)

Loading

Facebook
X
WhatsApp
Telegram