প্রশ্ন : কোন মহিলা যদি তার স্বামীর সাথে ঢাকা শহরে বাসা নিয়ে থাকে এবং ঢাকা শহরেই তার আবাসস্থল স্বামীর বাড়ী তার আবাসস্থল নয়, স্বামীর বাড়ীতে সে মেহমানের মত আসে যায়, আর তার স্বামীর বাড়ী হচ্ছে নোয়াখালী। এখন আমার জানার বিষয় হল এমতাবস্থায় ঐ মহিলা তার স্বামীর সাথে স্বামীর বাড়ীতে দুই দিনের জন্য অবস্থান করতে যাওয়ার পর সেকি মুসাফির হিসেবে নামাজ ক্বসর করতে পারেব নাকি পুরা নামাজ পড়বে বিস্তারিত ইল্লতসহ জানাবেন?
উত্তর : শরয়ী দৃষ্টিতে নিজ অপরিত্যক্ত জন্মস্থান বা পরিবারসহ স্থায়ীভাবে বসবাসের স্থানকে অতনে আসলী (মূল নিবাস) বলে। আর অতনে আসলীতে সর্বদা পূর্ণ নামায আদায় করতে হয়। পাশাপাশি সফরের ক্ষেত্রে স্ত্রী সর্বদা স্বামীর অনুগামী হিসেবে বিবেচিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামী স্বপরিবারে ঢাকা শহরে বসবাস করার পাশাপাশি যেহেতু স্ত্রীসহ নিজ জন্মভুমি নোয়াখালীতেও যাতায়াত করে এবং সফরের ক্ষেত্রে স্ত্রী সর্বদা স্বামীর অনুগামী বিধায় উভয় স্থান উভয়ের জন্যই অতনে আসলী (মূল নিবাস) হিসাবে গণ্য হবে। অত:এব স্ত্রী স্বামীর সাথে বা স্বামী ছাড়া যে কোনোভাবে যতটুকু সময়ের জন্যই স্বামীর নোয়াখালীর বাড়ীতে অবস্থান করুক তা তার জন্য অতনে আসলী (মূল নিবাস) হওয়ায় সেখানে তাকে সর্বদা পূর্ণ নামাযই আদায় করতে হবে। কসর পড়ার কোনো সুযোগ নেই। (বাহার:২/২৩৯, হিন্দিয়া :১/২০২, আযিযুল ফাতাওয়া :১/২৭৩)