মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:০৭

মোবাইলে নাপাক লাগলে পবিত্র করার বিধান।

প্রশ্ন : আমাদের এক ছাত্র ভাইয়ের ৫০ হাজার টাকা দামের একটি মোবাইল সেট টয়লেটে কমেটের ভিতরে পড়ে যায় অতঃপর সে তা উঠিয়ে নেয় এবং কাপড় দিয়ে মুছে নেয়। এখন আমার জানার বিষয় হলো তার এই মুছে নেওয়ার দ্বারা কি তা পাক হয়ে যাবে। না হলে তা পাক করার সূরত কি? জানিয়ে বাধিত করবেন।
উত্তর : শরয়ী দৃষ্টিকোণে পলিশকৃত বা মসৃণ বস্তুতে দৃশ্যমান নাপাকী লাগলে ভালভাবে মুছে নাপাকী দূর করার দ্বারা তা পাক হয়ে যায়। অবশ্য অদৃশ্যমান নাপাকী ধুয়েই পাক করতে হয়। তবে বিশেষ ওযর ভিন্ন কথা।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে মোবাইল ধোয়া যেহেতু তার জন্য অসহনীয় ক্ষতিকর, তাছাড়া মসৃণ বস্তু তাই মোবাইলের ভেতরাংশে নাপাকী প্রবেশ না করে থাকলে টয়লেট থেকে মোবাইলটি উঠিয়ে ভাল ভাবে মুছার দ্বারা দৃশ্যমান অদৃশ্যমান সব নাপাকী থেকে পাক হয়ে গেছে। ধৌত করার প্রয়োজন নেই। অন্যথায় ভেতরাংশের নাপাকিও দূর করা আবশ্যক।  (হেদায়া : ১/১২৯, ফতোয়ায় লাকনোবী: ১৪০)

Loading

Facebook
X
WhatsApp
Telegram