মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ৩:৩২
সাম্প্রতিক

স্বামী-স্ত্রীর মেলামেশার বিধান

প্রশ্ন: স্বামী-স্ত্রী একের কাছে অন্যের হক কতটুকু? যখনই একে অন্যকে আহবান করবে তখনই কি সাড়া দিতে হবে?

উত্তর: শরয়ী দৃষ্টিতে একজন স্ত্রীর উপর স্বামীর যেমন অধিকার আছে, স্বামীর উপর স্ত্রীরও কিছু অধিকার আছে। প্রত্যেকেই তার অধিকার আদায়ের ব্যাপারে দায়িত্বশীল হওয়া জরুরি। এবং শরয়ী ওযর ব্যতীত অবহেলা করা গোনাহ। স্বামী-স্ত্রীর পরস্পর মেলামেশা এটা উভয়েরই হক। স্বামী এর অধিকার আছে চাহিদানুযায়ী- স্ত্রীকে কাছে আহবান করার। শরয়ী ওজর না থাকা সত্ত্বেও সে আহবানে সাড়া না দিলে, হাদীসের তার উপর ফেরেশতাদের অভিসম্পাতের কথা বলা হয়েছে। অনুরূপভাবে স্ত্রীরও অধিকার আছে চাহিদা অনুযায়ী স্বামীকে আহবান করার, শারীরিক ও মানসিক উদ্যমতা ও স্বতঃস্ফূর্ততার প্রতি লক্ষ্য রেখে স্বামীর জন্য সেই আহবানে সাড়া দেওয়া উচিত, তবে মাঝেমধ্যে সহবাস করা জরুরী।

সূত্র: আর রদ্দুল মুহতার (৪/৩৭৮, যাকারিয়া), আল বাহরুর রায়েক (৩/৩৮২, যাকারিয়া), তাবইনুল হাকায়েক (৩/৩৭৫, যাকারিয়া), আল ফিকহুল হানাফি ৩/২৩০ দারুল কলম)

فتاوى قاضيخان (٢٦٤/١ زكريا): فصل في حقوق الزوجية. للزوج أن يمنع المرأة من العزل وله أن يضربها على أربعة: الثاني ترك الاجابة اذا أراد الجماع وهي طاهرة

Loading

Facebook
X
WhatsApp
Telegram