মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:১৯
সাম্প্রতিক

স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল বুক করার শরয়ী বিধান

প্রশ্ন : একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে। তারা কক্সবাজার বেড়াতে যায়। সেখানে একটি হোটেলে তারা পরষ্পরে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজিষ্টার খাতায় নাম-পরিচয় এন্টি করে একটি রুম ভাড়া নেয়। জানার বিষয় হলো, পরষ্পরে স্বামী-স্ত্রী পরিচয়ে রেজিষ্টারভুক্ত করায় তাদের মাঝে কি বিবাহ সংঘটিত হয়ে যাবে? সঠিক মাসআলা জানার প্রত্যাশায় রইলাম।

উত্তর : শরয়ী নীতিমালা অনুযায়ী সাক্ষির সামনে ছেলে-মেয়ে বিবাহ সংঘটিত হওয়ার উপযুক্ত শব্দে ইজাব-কবুল (প্রস্তাব-গ্রহণ) করার দ্বারাই কেবল বিবাহ সংঘটিত হয়। শুধুমাত্র মৌখিক বা বাকসম্পন্ন ব্যক্তি লিখিতভাবে স্বামী-স্ত্রী দাবী/পরিচয় দেয়ার দ্বারা বিবাহ সংঘটিত হয় না।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ছেলে-মেয়ে হোটেলে এক সাথে থাকার জন্য পরষ্পর স্বামী-স্ত্রীর পরিচয়ে রেজিষ্টারভুক্ত হওয়ার দ্বারা তাদের মাঝে বিবাহ সংঘটিত হবে না। তবে পর-পুরুষ বা পর-নারীর সাথে একাকী নির্জনবাস করা স্পষ্ট হারাম। (রদ্দুল মুহতার: ৪/৮৫, ওমদাতুর রেযায়াহ: ৩/১৫)

Loading

Facebook
X
WhatsApp
Telegram