মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:২২

স্ত্রীকে “তুমি আমার বড় বোনের মত” বলার বিধান কী?

প্রশ্ন : কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বলে যে, “আমার ছোটবোন তোমাকে দেখে খুব মুগ্ধ হয়েছে ও বলেছে তুমি নাকি আমার বড় বোনের মত, আমারও তাই মনে হচ্ছে”।
জানার বিষয় হলো এর দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যাবে? বা যেহার হবে? জানিয়ে বাধিত করবে?
উত্তর : শরয়ী দৃষ্টিতে স্বামী কারো কথার পূনরাবৃত্তিতে বা নিজে নিজেই স্ত্রীর অবয়ব বা সুন্দর্যকে নিজ মাহরামের সাথে তুলানা করলে তা যিহার হয় না। তবে তুলনার ক্ষেত্রে হুরমতের নিয়ত থাকলে তা যিহারে পরিণত হয়ে যায়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে স্বামী তার ছোট বোনের কথার পুনরাবৃত্তি করে স্ত্রীর অবয়ব বা সৌন্দর্যকে বড় বোনের অবয়ব বা সৌন্দর্যের সাথে তুলনা করেছে, যা যিহারের অর্ন্তভুক্ত নয়। অতঃএব তা দ্বারা যিহার বা তালাক কোনোটিই পতিত হবে না। তবে এমন শব্দ চয়ন থেকে বিরত থাকা উচিত। :(হিন্দিয়া: ১/৫৯৩, তাতারখানীয়াহ: ৫/১৭১)

Loading

Facebook
X
WhatsApp
Telegram