প্রশ্ন: বর্তমানে অনেক পরিবারকে দেখা যায় যে, তারা স্বপরিবার মিলে আকীকা করে। আমার জানার বিষয় হল, সাত দিনের পরে আকীকা করলে সুন্নত আদায় হবে কিনা এবং সাত দিনের পরে আকিকা করার নিয়ম কি?
উত্তর: শরয়ী নীতিমালা অনুযায়ী বাচ্চা জন্মের ৭, ১৪, ২১ দিনের মাথায় আকিকা করা মুস্তাহাব। এরপর করলে মুস্তাহাব বাকি না থাকলেও আকীকা সহীহ হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত সূরতে আকীকা করলে আকীকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। (ফয়জুল বারী ৫/৬৪৮, তানকীহ ২/৩৬৮)