মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:১৩

”সময়মত কিস্তি পরিশোধ করতে না পারলে সব টাকা নগদ দিতে হবে” এমন শর্ত করা বৈধ কি?

প্রশ্ন : কিস্তিতে বেচা-কেনার কোন এগ্রিমেন্টে এই শর্তারোপ করে থাকে যে, যদি ক্রেতা নির্দিষ্ট সময়ে কোন কিস্তির টাকা পরিশোধ করতে ব্যার্থ হয়, তাহলে ক্রেতা পরবর্তী সবকটি কিস্তি তৎক্ষনিকভাবে এক সঙ্গে আদায় করতে বাধ্য থাকবে। জানার বিষয় হলো কিস্তির ব্যাবসায় এ জাতীয় শর্তারোপ কী জায়েয হবে?

উত্তর : কিস্তিতে ক্রয়-বিক্রয়ের সময় বিক্রেতার এমন শর্ত করা যে, কিস্তি অনুযায়ী মূল্য পরিশোধ করতে না পারলে চুক্তিটি নগদ হিসাবে গণ্য হবে, তা শরীয়ত সমর্থিত। ফলে তা কার্যকরও করতে পারবে।
সুতরাং প্রশ্নে জিজ্ঞাসিত শর্ত মোতাবেক কিস্তি আদায় না করার কারণে উক্ত চুক্তিটি নগদ হিসাবে গণ্য করে বিক্রেতা সবকটি কিস্তি তাৎক্ষনিকভাবে একসঙ্গে তলব করতে পারবে। ক্রেতা চুক্তিকালীন শর্তটি সন্তুষ্টিচিত্তে গ্রহণ করে থাকলে, তার জন্য তা অবশ্যপালনীয়। (হিন্দিয়া : ৩/১৮, বুহুস ফি ক্বাযায়া : ১/৩৫)

Loading

Facebook
X
WhatsApp
Telegram