প্রশ্ন: জনাব জিহান সাহেব বিবাহ করেন, কিছুদিন পর তাদের একটি সন্তান হয়। সন্তান হওয়ার পর তার স্ত্রী বললো যে, এই বাচ্চার দেখাশোনা আমার দায়িত্ব না। আপনি এর জন্য ভিন্ন ব্যবস্থা গ্রহন করুন। জানার বিষয় হল, সন্তানের দেখাশোনার দায়িত্ব কার? মার না বাবার?। উল্লেখিত পরিস্থিতিতে স্বামীর করণীয় কি?
উত্তর: শরয়ী দৃষ্টিতে নবজাতক সন্তানের দেখাশুনা ও লালন-পালনের দায়িত্ব মৌলিকভাবে বাবার উপর বর্তায়, মায়ের উপর নয়। তবে সন্তানের দেখাশুনার জন্য কাউকে (পারিশ্রমিকের বিনিময়েও)পাওয়া না গেলে অথবা সন্তান তার মা ছাড়া অন্য কারো দুধ পান না করলে সেক্ষেত্রে দুধ পান করানো এবং দেখাশুনার দায়িত্ব মায়ের উপরই বর্তাবে। অতএব, প্রশ্নোক্ত জিহান সাহেবের স্ত্রী তার সন্তানের দেখাশুনা করতে অস্বীকৃতি জানানোর কারণে তার জন্য (পারিশ্রমিকের বিনিময়ে হলেও) সন্তানকে দুধ পান করানোর ধাত্রী এবং দেখাশুনার জন্য লোক নিয়োগ দেয়া একান্ত কর্তব্য। অবশ্য এরূপ কোন উপায় বের না হলে নিরুপায় পরিস্থিতিতে স্ত্রীকেই বাচ্চার দুধ পান ও দেখাশুনার দায়িত্ব গ্রহণ কর করতে হবে।
সূত্র: ফাতহুল কাদীর (৩/৩৭২, রশীদিয়া), আল বাহরুর রায়েক (৩/৩৪৩, যাকারিয়া) আর রদ্দুল মুহতার (৪/৩৫৪, আজহার) হেদায়া (৩/৩৭২, রশীদিয়া)
الدر المختار(٣٥٤/٤ الأزهر): وليس على أمه إرضاعه قضاء بل ديانة اذا تعينت فتجبر كما مر في الحضانة ويستأجر الأب من ترضعه عندها