প্রশ্ন: এক ব্যবসায়িক প্রতিষ্ঠান আমাকে বলে আপনি শুধুমাত্র ৫ লক্ষ টাকায় আমাদের সাথে শরীক থাকবেন, মাস শেষে সমানভাবে লভ্যাংশ ভাগ করে আমরা আপনার পার্সেন্টিস হিসেবে যত আসে তা আপনাকে পৌঁছে দিব। বাকি অন্যান্য কাজকর্মে আপনার কোন কষ্ট করতে হবে না। জানার বিষয় হল, এভাবে শরিকি ব্যবসার বিধান কি? জানিয়ে বাধিত করবেন।
উত্তর: শরীয়তের দৃষ্টিতে শরীকি ব্যবসার ক্ষেত্রে কোন শরীক কাজ না করে (কর্মকার শরিকদের তুলনায়) অংশ অনুপাতে মূলধন বেশী ও লভ্যাংশ সমানের ভিত্তিতে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হলে তা বৈধ বলে গণ্য হয়।
সুতরাং প্রশ্নোক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি কোন কাজ না করে শুধু টাকা দিয়ে শরীক থেকে পার্সেন্টিস অনুযায়ী সমান লভ্যাংশের ভিত্তিতে উক্ত ব্যবসায় শরীক হলে তা বৈধ হবে। তবে ব্যবসা হালাল হওয়া আবশ্যক। (আদদুররুল মুখতার: ৬/৪৭৮, বাহার৫/২৯২)