প্রশ্ন : আমার এক ভাই ব্যবসায়ী। সে কোনো কারণে একবার শপথ করেছিলো যে, যদি আমি অমুক কাজটা করি তাহলে আমার স্ত্রী তিন তালাক হয়ে যাবে। কিন্তু এখন তার জন্য এই কাজটা করা জরুরি হয়ে পড়েছে। এখন সে কি করবে, তালাক থেকে বাচাঁর কোন উপায় আছে কি?
উত্তর : শরয়ী দৃষ্টিতে শর্তযুক্ত তালাকের ক্ষেত্রে শর্ত পাওয়া মাত্রই তালাক পতিত হয়ে যায়। আর তালাক পতিত হওয়ার জন্য বিবাহ বহাল থাকা জরুরী, অন্যথায় তালাক হয় না। পাশাপাশি কোনো শর্ত যে কোনো সময় একবার পাওয়া মাত্রই তার কার্যকারিতা শেষ হয়ে যায়। পরবর্তীতে তার পুনরাবৃত্তিতে শর্তকৃত ফলাফল এর পুনরাবৃত্তি হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার ভাই যেহেতু বিশেষ একটি কাজ করার সাথে তিন তালাককে শর্তযুক্ত করেছিলো বিধায় বিবাহ বহাল থাকা অবস্থায় উক্ত কাজ করা মাত্রই তিন তালাক পতিত হয়ে যাবে। এমতাবস্থায় আপনার ভাইয়ের উক্ত কাজ একান্ত করার প্রয়োজন হলে, নিম্মোক্ত হীলা (কৌশল) অবলম্বন করা যেতে পারে।
:- প্রথমে আপনার ভাই আপন স্ত্রীকে স্বাভাবিকভাবে এক তালাকে বায়েন দিবে, এরপর স্ত্রীর ইদ্দত শেষ হলে যেহেতু সে আর তার স্ত্রী হিসেবে বহাল নেই, বিধায় এ সময়ে তিনি ঐ কাজটি করে নিলে কোনো সমস্যা হবে না। তারপর নতুন করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। আর পূর্বে একবার শর্ত পূরন করে ফেলায় পরবর্তীতে বিয়ের পর তিনি ঐ কাজ করলেও স্ত্রীর উপর নতুন করে আর কোনো তালাক পতিত হবে না। (রদ্দুল মুহতার: ৪/৬০০, হিন্দিয়া: ২/৩৯৯)