প্রশ্ন: অনেক সময় দেখা যায় রমজান মাসে মহিলারা তরকারির লবণ চাখতে জ্বিহবায় ইচ্ছাকৃতভাবে একফোঁটা বা দুই ফোঁটা তরকারির ঝোল দিয়ে আবার ফেলে দেয় । কিন্তু একবার থুতু ফেলার পরেও কিছুটা স্বাদ অনুভব হয়। পরবর্তীতে থুতু খেয়ে ফেললে কি রোজার কোন ক্ষতি হবে?
উত্তর: শরীয়াহ মতে রোজা অবস্থায় বিনা প্রয়োজনে জ্বিহবায় কোনো কিছুর স্বাদ গ্রহণ মাকরুহ। অবশ্য স্বাদ নেয়ার পর, ভালোভাবে থুতু ফেলে দিলে রোজা নষ্ট হয় না।
সুতরাং প্রশ্নোল্লিখিত মহিলারা বিনা কারণে ঝোল মুখে দিলে মাকরুহ হবে। অবশ্য পারিবারিক কলহ থেকে বাঁচতে এমনটি করলে মাকরুহ হবে না। এক্ষেত্রে একবার ভালোভাবে থুতু ফেলে দেয়ার পরও যদি কিছুটা স্বাদ থেকে যায় এবং পরবর্তীতে থুতু খেয়ে ফেলে তাতে রোজা নষ্ট হবে না। (হেদায়া ২/১১৬,ওয়ালিজিয়া ১/২২৮)