প্রশ্ন:শাহবাসপুর এলাকায় এক ব্যাক্তির ঝগড়া হয় তার স্ত্রীর সাথে, এমন সময় তার ছেলে এসে বাবাকে মারেন, যার দরুন বাবা তার স্ত্রীকে বলে: “যা তোর সাথে আমার কোন সম্পর্ক নাই। তুই তার ছেলেকে নিয়েই ঘর-সংসার করগা। আর কোন দিন আমার বাড়িতে আসবি না।” জানার বিষয় হলো, এর দ্বারা কি স্ত্রীর উপর তালাক পতিত হবে?
উত্তর: শরয়ী দৃষ্টিতে স্ত্রীকে উদ্দেশ্য করে তালাকের অর্থে ব্যবহৃত অস্পষ্ট বাক্য বললে তা দ্বারা তালাকে বায়েন পতিত হয়। এক তালাকের নিয়ত করলে এক তালাক, তিন তালাকের নিয়ত করলে তিন তালাক পতিত হয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে স্ত্রীকে সম্বোধন করে উক্তি “তোমার সাথে আমার কোন সমপর্ক নেই” এটি পরোক্ষভাবে তালাকের অর্থে ব্যবহার হয়। তাই স্ত্রীকে এক তালাকের নিয়তে বললে এক তালাক পতিত হবে, তিন তালাকের নিয়তে বললে তিন তালাক পতিত হবে। আর তালাকের নিয়ত না করলে কোন তালাকই পতিত হবে না। 🙁 হিন্দিয়া: ১/৪৪৩)