মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:৪৯
সাম্প্রতিক

মিল্ক ব্যাংকের দুধ পান করা ছেলে-মেয়ের বিবাহের বিধান

প্রশ্ন: হিউম্যান মিল্ক ব্যাংকের দুধ খেয়ে বড় হওয়া ছেলে মেয়ের একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার শরীয়ত সম্মত কি না?

উত্তর: শরীয়া মতে দুজন ছেলে মেয়ের মাঝে দুগ্ধ পানের সম্পর্ক সাব্যস্ত হওয়ার জন্য দুই জনই দুগ্ধ পানের সময়ের মধ্যে একই মহিলার দুধ পান করার বিষয়টি সুনিশ্চিতভাবে প্রমাণিত হতে হবে । শুধু সন্দেহ ও অনুমানের ভিত্তিতে দুগ্ধ পানের সম্পর্ক সাব্যস্ত হয় না।

সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে মিল্ক ব্যাঙ্ক থেকে দুধ খেয়ে বড় হওয়া ছেলে মেয়ে একই মহিলার দুধ খাওয়ার বিষয়টি সুনিশ্চিতভাবে শরযী প্রমাণের ভিত্তিতে সাব্যস্ত হলে, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শরীয়ত সম্মত হবে না, অন্যথায় বিবাহবন্ধনে আবদ্ধ হতে শরয়ী কোন বাধা নেই।

সূত্র: সহীহুল বুখারী (১/২৮৫, ফাতাহ), তুহফাতুল ফুকাহা (৩৩১ মারুফিয়া), ফাতাওয়া সিরাজিয়া (২০৮, ইত্তিহাদ), বাদায়ে (৩/৩২৩)

تحفة الفقهاء  (ص ٣٣١ المعروفية)  واذا ثبت ان الرضا محرم فانما يعرف بالاقرار او بشهادة رجلين او رجل وامراتين

Loading

Facebook
X
WhatsApp
Telegram