প্রশ্ন : যায়েদ বাংলাদেশে আসা এক রোহিঙ্গাকে বিয়ে করে। যেহেতু বিষয়টি আইন বিরোধী তাই তার নামে মামলা হয়। আদলতে সে ভয়ে অস্বীকার করে যে সে ঐ মেয়েকে বিয়ে করে নাই। আদালত উপস্থিত প্রমানাধির ভিত্তিতে তারা দুইজন স্বামী-স্ত্রী নয় বলে ফায়সালা দিয়ে দেয়। জানার বিষয় হলো উক্ত ফায়সালার কারণে তাদের বিবাহ ভেঙ্গে যাবে কি না? হলে তাদের জন্য কি করণীয়?
উত্তর : শরয়ী দৃষ্টিতে পূর্ণরূপে বিবাহ অস্বীকার করার দ্বারা অথবা “বিবাহ করিনি” বলার দ্বারা স্ত্রীর উপর তালাক পতিত হয় না এবং উপযুক্ত শরয়ী কারণ ছাড়া বা স্বামী কাযীকে ওকিল বানানো ছাড়া কাযী বিবাহ ফিসখ (বাতিল) করলে ও ফিসখ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যায়েদ বাংলাদেশে আসা রোহিঙ্গা মেয়েকে শরয়ী তরীকায় বিবাহ করে আদালতে শাস্তির ভয়ে বিবাহ অস্বীকার করার দ্বারা এবং তার কথার ভিত্তিতে আদালত “তারা দু’জন স্বামী-স্ত্রী নয়” বলে ফায়সালা দেয়ার দ্বারা তাদের বিবাহ ভঙ্গ হয়নি। তাই নতুনভাবে কোন কিছু করার প্রয়োজন নেই। তারা উভয়ই পূর্বের ন্যায় স্বামী-স্ত্রী হিসেবে বহাল রয়েছে। (হিন্দিয়া: ১/৪৪২, মাহমুদিয়া: ১৩/১৮৫)