মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:২৬

মহিলাদের জন্য ইতেকাফ করা ও ইতেকাফ অবস্থায় ঘরের কাজ আঞ্জাম দেওয়ার বিধান

প্রশ্ন: মুহতারাম মুফতী সাহেব! আমাদের মা-বোনেরা রমজানের শেষ দশকে ঘরে ইতেকাফ করতে চায়। আমার জানার বিষয় হলো, মহিলারা ঘরে ইতিকাফে বসতে পারবে কি না? পারলে এর সঠিক পদ্বতি কী হবে? এবং ইতেকাফ অবস্থায় ঘরের কোন কাজ আঞ্জাম দিতে পারবে কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: শরয়ী দৃষ্টিতে রমজানের শেষ দশকে ইতেকাফ করা পুরুষ মহিলা উভয়ের জন্য সুন্নাত।
সুতরাং মসজিদে মহিলাদের ইতেকাফের সু-ব্যবস্থাপনা না থাকায় তাদের জন্য নিজ ঘরেই ইতেকাফ করা উত্তম। এক্ষেত্রে স্বামীর অনুমতি সাপেক্ষে ঘরের নামাজের নির্ধারিত স্থান কিংবা অন্য যেকোনো স্থান নির্দিষ্ট করতঃ সেস্থানে ইতেকাফ করবে। ইতেকাফে থাকাকালীন সময় প্রাকৃতিক প্রয়োজন ব্যতিত উক্ত স্থান ত্যাগ করার অবকাশ নেই। এমতাবস্থায় ঘরের কোনো কাজ আঞ্জাম দেয়ার প্রয়োজন হলে ইতেকাফের স্থানে তা আঞ্জাম দেয়ার সুযোগ নেই। অবশ্য নিজের জীবন রক্ষাকারী অত্যাবশ্যকীয়  প্রয়োজন সেখানে থেকেও মেটাতে কোনো সমস্যা নেই।

সূত্র: মাজমাউল বাহরাইন (পৃষ্ঠা: ২১৫, দারুল কুতুবিল ইলমিয়্যাহ), ফাতাওয়া হিন্দিয়া (খন্ড: ১, পৃষ্ঠা: ২৭৪-২৭৫, যাকারিয়া), ফাতাওয়া মাহমুদিয়া (খন্ড: ১০, পৃষ্ঠা: ২৫১, জামেয়া ফারুকিয়্যাহ), তাবইনুল হাকাইক (খন্ড: ২, পৃষ্ঠা: ২২৩, যাকারিয়া)

مجمع البحرين: 251، وتعتكف المراة في مصلى بيتها والخروج ساعة لغير ضرورة مفسد*

فتاوى محمودية: 10/251 *

سوال: امراة معتکفہ مسجد بیت می‍ں کھانا پکا سکتی ہے یا نہیں؟

الجواب: اگر اس کا کو‏ئ کھانا پکانے والا نہ ہو تو مسجد میں کھانا پکا سکتی ہے

Loading

Facebook
X
WhatsApp
Telegram