মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:২৮
সাম্প্রতিক

মসজিদের ওয়াকফকৃত আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহার করা বৈধ কি?

প্রশ্ন : শহরের মসজিদগুলোর আশেপাশের চায়ের দোকানগুলো মসজিদের পানি নিয়েই তারা ব্যাপকভাবে ব্যবসা করে থাকে এবং দেখা যায় এলাকায় কোন অনুষ্ঠান হলে তারা মসজিদের কার্পেট নিয়ে ব্যবহার করে।  জানার বিষয় হলো এগুলো ব্যবহার করার বিধান কি?
উত্তর: শরীয়তের দৃষ্টিতে ওয়াকফকৃত জিনিস তার নির্দিষ্ট খাতেই ব্যবহার করা আবশ্যক, অন্য কোনো খাতে ব্যবহারের অনুমতি নেই। তবে ওয়াকফকারী ওয়াকফ করার সময় বৈধ কোন দাবী বা শর্ত করে থাকলে তা গ্রহণযোগ্য ও কার্যকর বলে বিবেচিত হয়।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে মসজিদের ওয়াকফকৃত পানি নিয়ে ব্যবসা করা বা এলাকায় কোনো অনুষ্ঠান হলে মসজিদের কার্পেট ব্যবহার করা সম্পূর্নভাবে নিষেধ। তবে ওয়াকফকারী এগুলো ওয়াকফ করার সময় যদি উপরোক্ত কর্মগুলোর জন্য অনুমতি দিয়ে থাকে কিংবা মসজিদের জন্য দানকারীগণ দানের সময় এগুলোর নিয়ত করে থাকে, তাহলে সেক্ষেত্রে তা জায়েয হবে, অন্যথায় নয়। (ফিকহুল হানাফী : ২/৩৭৪, বাহার : ৫/৩১৮)

Loading

Facebook
X
WhatsApp
Telegram