মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:১৩

ব্যাংকে চাকরিজীবীর সাথে শরিকে কোরবানি করা যাবে কি?

প্রশ্ন: বশীর সাহেব একাধিক শরিক মিলে কোরবানি করে, কিন্তু তাদের একজন সুদী ব্যাংকে চাকরি করে। জানার বিষয় হলো তাদের কোরবানির হুকুম কি?

উত্তর: শরয়ী দৃষ্টিকোণে সুদি কাজের সহযোগিতা ও তার লেনদেনের চাকরি করে যে টাকা কামাই করা হয় তাতে মালিকানা সাব্যস্ত হলেও তা অবৈধ মাল হাওয়ায় এমন মাল দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা যায় না। আর কোরবানি সহিহ হওয়ার জন্য সকল শরিকের একমাত্র নৈকট্য অর্জনের নিয়ত থাকা শর্ত। অন্যথায় কারো কোরবানি সহীহ হয় না।

সুতরাং প্রশ্নোক্ত সূরতে তাদের সাথে সুদী ব্যাংকে চাকরিরত ব্যক্তি যদি সরাসরি সুদী লেনদেনে জড়িত থাকেন এবং উক্ত বেতন দ্বাারা কোরবানিতে শরিক হন, তাহলে কারো কোরবানি সহিহ হবে না। অন্যথায় সরাসরি জড়িত না হয়ে দারোয়ান বা অন্যান্য পোস্টে চাকরি করলে বা তার অন্য কোন হালাল মাল দ্বারা কোরবানিতে শরিক হলে তার ও সকলের কোরবানি সহীহ হবে। (কেফায়াতুল মুফতি: ২/৯৬)

Loading

Facebook
X
WhatsApp
Telegram