প্রশ্ন : বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানীকে দেখা যায় অফার করতে। যেমন: ফ্রিজ ক্রয় করলে একটি কার্ড দেয়, সেখানে বিভিন্ন পুরষ্কার থাকে। জানার বিষয় হলো এ জাতীয় পুরষ্কার গ্রহণের বিধান কি?
উত্তর : শরীয়ামতে বিক্রেতার পক্ষ হতে নিঃশর্তভাবে পণ্যের সাথে ফ্রি দেয়া বস্তু ক্রেতার জন্য হাদিয়া স্বরূপ, তা গ্রহণ করা বৈধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে বর্তমান বাজারে বিক্রেতাদের পক্ষ থেকে বিভিন্ন পণ্যের সাথে গিফটকৃত ফ্রি বস্তু হাদিয়া স্বরূপ হওয়ায় ক্রেতার জন্য তা গ্রহণ করা বৈধ। (কাওয়ায়েদুল ফিকাহ নং ২, কুদুরী : ২৮৬, দুররে মুখতার : ৮/৫৬৭, কিতাবুল ফতোয়া : ৫/২৪৭)