মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ২:০৭
সাম্প্রতিক

বিবাহের পূর্বে মহিলাদের সতীত্ব পরীক্ষা করার বিধান

প্রশ্ন: জনাব, বর্তমানে বিভিন্ন দেশে বিবাহের পূর্বে মহিলাদের সতিত্ব পরিক্ষা করা হয়ে থাকে। জানার বিষয় হলো, তা কতটুকু শরীয়াত সম্মত? এটার আস্থা রাখা যাবে কি?

উত্তর: শরীয়ত বিবাহের ক্ষেত্রে ভাল মন্দের বিবেচনার জন্য প্রয়োজন অনুযায়ী কনেকে দেখা এবং বাহ্যিক ভাল-মন্দ যাচাইয়ের অনুমতি দিয়েছে, প্রয়োজনের বাহিরে অনুমতি দেয়নি। তাই প্রচলিত সতীত্ব পরিক্ষার রেওয়াজটি অহেতুক এবং অপ্রয়োজনীয় এবং স্বামী-স্ত্রীর মাঝে সন্দেহের অনুপ্রবেশ ঘটায়। বিধায় বিবাহের পূর্বে মহিলাদের সতীত্ব পরিক্ষা শরীয়ত সম্মত নয়।

তবে কারো ব্যাপারে সন্দেহের যথেষ্ট আলামত থাকলে কিংবা যে সকল দেশে বা এলাকায় সমস্যাটি প্রকট সে সব দেশে বা এলাকায় সম্পূর্ণ  গোপনীয়তা রক্ষার শর্তে বর ও কনের উক্ত পরীক্ষা করার অবকাশ আছে।

সূত্র: আল-বাহরুর রায়েক (৩/২০৪, যাকারিয়া), আহকামুল কুরআন (৪/১৫৬, ইলমিয়া), জাওহিরুল ফিকহ (২/১৯৮, দারুল উলুম), তাবয়িনুল হাকায়েক (৩/২১০, যাকারিয়া)

سورة الحجرات (رقم الأية: ١٢): يا أيها الذين أمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا

Loading

Facebook
X
WhatsApp
Telegram