প্রশ্ন : গত কতদিন আগে দুটি নিউজ দেখলাম। (১) ১৯৯৭ সালে হত্যা মামলা হয় ২০০৭ তার ফাসির রায় হয়।
(২) ৩৬ বছর জেল খাটার পর মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পায়। জানার বিষয় হলো বিচার পূর্ব শাস্তি জায়েয আছে কিনা? নির্দোষ প্রমাণিত হওয়ার সূরতে মামলাকারীদের শাস্তি দেওয়া যাবে কিনা?
উত্তর: শরয়ী দৃষ্টিতে অপরাধের স্বীকারোক্তির জন্য শরয়ী সীমারেখায় থেকে হালকা শাস্তি দেওয়া বৈধ। এবং মিথ্যা মামলা করলে মামলাকারীর উপর মিথ্যা মামলার কারণে শাস্তি আসে।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে বিচার করার পূর্বে অপরাধীকে অপরাধের স্বীকারোক্তির জন্য শরীয়তের সীমারেখায় থেকে হালকা শাস্তি দেওয়া বৈধ। এবং আসামী নির্দোষ হওয়ার সুরতে যদি মামলাকারী মিথ্যাবাধী প্রমাণিত হয়, তাহলে আইনের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া যাবে। (ইলাউস সুনান : ৩৫৯৫, হিন্দিয়া : ২/১৮২, রদ্দুল মুহতার : ৬/১৪২)