প্রশ্ন : জনৈক ব্যক্তি একদিন ফজরের নামাযে মাসবুক হয়ে গেল। ইমামের সালাম ফিরানোর পর সে তার ছুটে যাওয়া নামায আদায় করল। নামায শেষে জানতে পারলো, সে তাশাহুদ আদায় করার পূর্বে সূর্য উদিত হয়ে গেছে। জানার বিষয় হলো, এই অবস্থায় তার নামায আদায় হয়েছে কি না?
উত্তর : শরয়ী দৃষ্টিতে ফজরের নামাযের মধ্যে সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে গেলে উক্ত নামায ফাসেদ হয়ে যায়, যা পরবর্তীতে কাযা করা আবশ্যক। বিধায় প্রশ্নে বর্ণিত ব্যক্তির উক্ত নামায আদায় হয়নি। পুনরায় বৈধ ওয়াক্তে কাযা করতে হবে। (গুনয়াতুল মুস্তামলী :২১৬, কানযুদ দাকায়েক: ১/১০৩)