প্রশ্ন : আমরা কয়েক বন্ধু কানে শোনার মেশিন, ঔষধ ইত্যাদি বিক্রি করি। আর কান বিশেষজ্ঞ ডাক্তাররা কানের মেশিন ইত্যাদি ক্রয়ের জন্য রোগীদের আমাদের নিকট পাঠানোর ব্যাপারে একটি চুক্তি করে যে, আমরা আপনাদের নিকট রোগী পাঠাব শর্ত হলো : ২০% আমাদের কমিশন দিতে হবে। এক্ষেত্রে বাধ্য হয়ে তাদের সাথে আমাদের লেনদেন করতে হয়। প্রশ্ন হলো, ডাক্তারদের সাথে এ ধরনের লেনদেন শরিয়ত সম্মত কি না? বিস্তারিত জানিয়ে বাধিত করবন।
উত্তর : শরয়ী দৃষ্টিকোণে ইজারা বা পারিশ্রমিক চুক্তি বৈধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো, কোনো নির্দিষ্ট সময় বা কাজ সম্পাদনের উপর চুক্তিবদ্ধ হওয়া এবং পারিশ্রমিক সুনির্দিষ্ট হওয়া, অন্যথায় পারিশ্রমিক চুক্তি বৈধ হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে যদি পরিশ্রমিক নির্দিষ্ট অংকের টাকার উপরে চুক্তিবদ্ধ হতে পারেন সাথে নিম্নের শর্তগুলি পালন করা হয় তাহলে আপনাদের উক্ত চুক্তি বৈধ, অন্যথায় বৈধ হবে না। শর্ত গুলি নিম্নরূপ:
(ক) রোগীকে নির্দিষ্ট দোকান থেকে মেশিন ঔষধ ক্রয় করতে বাধ্য করা যাবে না; বরং যে কোনো দোকান থেকে ক্রয় করলে ডাক্তারকে তা মেনে নিতে হবে।
(খ) ডাক্তারকে পদত্ত কমিশনের অর্থ রোগীর উপর আরোপ করতে পারবে না।
(গ) কমিশনের আশায় ডাক্তার রোগীকে অপ্রয়োজনীয় মেশিন ক্রয় করার জন্য বলতে পারবে না।
(ঘ) মেশিন ইত্যাদি মানসম্মত হতে হবে। কমিশনের নেশায় নিম্ন মানের মেশিন নির্ণয় করা যাবে না। (শামী : ৬/৪৭, জাদিদ ফিকহী মাসায়েল কা হল : ৪৯৩)