প্রশ্ন: যায়েদ বাল্যবিবাহ করে। মেয়েরে বয়স ১৩ বছর। জেলা প্রশাসন ইহার খবর পেয়ে যায়েদকে গ্রেফতার করে ছয় মাসের সাজা দেয় ও তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয়। জানার বিষয় হলো, জেলা প্রশাসন বিবাহ বিচ্ছেদ করার কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হবে কি-না? ও তাদের করণীয় কী?
উত্তর: ইসলামে মানুষের প্রয়োজন, সুবিধা ও সাচ্ছন্দ্যময় জীবনাচারের প্রতি লক্ষ্য রেখে বিবাহ-শাদীতে ছেলে মেয়ের বয়সের ক্ষেত্রে কোন সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। এমনকি উভয় পক্ষের অভিভাবকগণ যেমন পিতা বা তার অনুপস্থিতিতে দাদা, ছেলে বা মেয়েকে সাবালক হওয়ার পূর্বেও বিবাহ দিলে সেই বিবাহ কার্যকর হয়ে যায়। তৃতীয় কোন ব্যক্তির সেখানে আপত্তি করার বা বিচ্ছেদ ঘটানোর সুযোগ নেই। তবে বিনা কারণে অতি নাবালেগ ছেলে-মেয়ের বিয়ে শাদিকে শরিয়ত অনুৎসাহিত করে।
বিধায়, প্রশ্নোক্ত সুরতে জেলা প্রশাসন তাদের বিবাহ বিচ্ছেদ করার দ্বারা বিচ্ছেদ হয়নি। তবে প্রশাসন যায়েদকে তালাক দিতে বাধ্য করে থাকলে এবং সে তালাক দিয়ে থাকলে অবশ্য বিচ্ছেদ হয়ে যাবে। এখন করণীয় হলো, এ পরিস্থিতে যেহেতু যায়েদের জন্য স্ত্রীকে রাখা সম্ভব হচ্ছে না এবং এসব ক্ষেত্রে সাধারণত প্রশাসনের পক্ষ থেকে জেল জরিমানাসহ নানাবিধ হয়রানির শিকার হতে হয় ও জান-মালের ক্ষতির আশংকা থাকে, তাই তালাক দিয়ে স্ত্রীকে মুক্ত করার অবকাশ আছে। যদি সহবাস বা খালওয়াত তথা দুজনের নির্জনবাস না হয়ে থাকে, তাহলে নির্ধারিত মোহরের অর্ধেক মহর যায়েদকে পরিশোধ করতে হবে। :(বাহার : ৪/২১৯, মাহমুদিয়া : ১৩/১৮৪)