মাসায়েল24

২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি * ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ * রাত ৮:১৩

”জানের বদলে জান দিবো” বলার বিধান

প্রশ্ন: জনৈক মহিলার ছেলে গাড়ি এক্সিডেন্ট থেকে বেঁচে যাওয়ার কারণে একটি মুরগি এ বলে মান্নত করে যে ‘জানের বদলে জান দিবো’। জানার বিষয় হলো, এমনভাবে মান্নত করা কি বৈধ?  বিস্তারিত জানিয়ে বাধিত করবেন ।

উত্তর: শরীয়া মতে মান্নত সংঘটিত হওয়ার জন্য আল্লাহর নাম উল্লেখপূর্বক আবশ্যকীয়জাতীয় বাক্য ব্যবহার করা জরুরী, অন্যথায় মান্নত সংঘটিত হয় না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে জনৈক মহিলার উক্তি ‘জানের বদলায় জান দিবো’ এর মাধ্যমে আল্লাহর নাম উল্লেখপূর্বক আবশ্যকীয়জাতীয় বাক্য ব্যবহার হয়নি, বিধায় এর দ্বারা তার মন্নতই সংঘটিত হয়নি এবং তা আদায় করাও আবশ্যক নয়।  (নাওয়াযেল ২৪২, ইমদাদুল আহকাম ৩/৩৫)

Loading

Facebook
X
WhatsApp
Telegram