প্রশ্ন : জনৈক উস্তাদ তার এক ছাত্রকে কোন এক অপরাধে সকলের সামনে লজ্জা দেয়,যার ফলে সে, লজ্জায় আতœহত্যা করে বসে। জানার বিষয় হলো, এর কারনে কি উক্ত উস্তাদের উপর দিয়ত বা কেসাস ওয়াজিব হবে কি না?
উত্তর: শরয়ী দৃষ্টিতে শিক্ষক যদি ছাত্রের শিষ্টাচারের লক্ষে সীমানুযায়ী হুমকী ধমকি বা লজ্জা শরম দিয়ে থাকে যার ফলে ছাত্র আত্মহত্য করে থাকে তাহলে এর দ্বারা শিক্ষকের উপর কোনরূপ শাস্তি আরোপিত হবে না। বিশেষ করে কোন ব্যক্তি স্বেচ্ছায় আত্মহত্যা করলে তার শাস্তি কারো উপর বর্তায় না।
সুতরাং প্রশ্নে বর্নিত সুরতে উস্তাদ ছাত্রের শিষ্টাচারের লক্ষ্যে লজ্জা দেওয়ার পর স্বেচ্ছায় সে আতœহত্যা করার কারণে উস্তাতেদর উপর হদ বা কেসাাস কেনটিই আরোপিত হবে না। (শামী: ১০/২২২, হিন্দিয়া : ৬/৩০, কেফায়েতুল মুফতী : ১৩/২২২)