প্রশ্ন : নূর আহমদ সাহেব গুলিস্তান গিয়ে এক লোকের কাছ থেকে সল্প টাকায় দামি মোবাইল পেয়ে ক্রয়-করে ফেলে অতপর বাসায় নিয়ে আসার পর জানতে পারে যে উক্ত মোবাইল পাশের বাসা ওলাদের। জানার বিষয় হলো চুরি কৃত সম্পদ ক্রয় করার দ্বারা তার মালিক হবে কি? এবং উক্ত ক্রয় বিক্রয় সহীহ হবে কি? জানিয়ে বাধিত করবেন।
উত্তর: শরয়ী দৃষ্টিকোণ চুরিকৃত সম্পদ ক্রয়-বিক্রয়ের দ্বারা মালিকানা সাব্যস্ত হয় না। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে নূর আহমদ সাহেব গুলিস্থান থেকে ক্রয়কৃত মোবাইলটি পার্শে¦র বাসা ওয়ালাদের প্রমাণিত হওয়ায় উক্ত ক্রয়-বিক্রয় সহীহ হয়নি; বরং পার্শে¦র বাসা ওয়ালাদের নিকট মোবাইলটি ফেরৎ দিয়ে বিক্রেতা থেকে টাকা ফিরিয়ে নিবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা : ৫১১২, শামী : ৭/২২১, হক্কানিয়া : ৬/২৮)