মাসায়েল24

২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১:৩১
সাম্প্রতিক

কমার্শিয়াল লোন থাকা সত্ত্বেও হজ্ব ফরয হবে কি না?

প্রশ্ন:রফিক সাহেব ব্যাংক থেকে ৫ কোটি টাকা কমার্শিয়াল লোন নেন।  তা বাদ দিলে তার নিকট হজ্জ ফরজ হওয়ার মতো কোনো অর্থ থাকে না। এখন জানার বিষয় হলো, এই লোনকে মূল টাকা গণ্য করে তার উপর হজ ফরয হবে কি ?

উত্তর:শরীয়া মতে হজের মৌসুমে প্রয়োজনাতিরিক্ত সম্পদ থেকে শুধু বর্তমান পরিশোধ যোগ্য ঋণ কর্তন হবে, সকল ঋণ নয়। আর এই জাতীয় ঋণ বাদ দিয়ে অবশিষ্ট প্রয়োজনাতিরিক্ত সম্পদ দ্বারা হজের কার্যক্রম সম্পাদন ও পরিবারের ব্যয়ভার বহন করা সম্ভব হলে, হজ ফরয হয়ে যাবে, অন্যথায় নয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে উক্ত ব্যক্তি হজ কালীন সময়ে কমার্শিয়াল লোনের যতটুকু কিস্তি আদায়ে বাধ্য ততটুকু পরিশোধ করদত যদি পরিবারের খরচ ওঅন্যন্য আবশ্যকীয় খরচ ছাড়া ও হজের যায়াতের অর্থ বাকি থাকে, তাহলে তার উপর হজ আদায় করা আবশ্যক। অন্যথায় হজ ফরয হবে না। (হেদায়া২/১৫০)

Loading

Facebook
X
WhatsApp
Telegram